হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভোরে ভবানীগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী নারী আজ বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সদর থানায় চারজনকে আসামি করে মামলা করেন। সকালে পুলিশ অভিযান চালিয়ে এ মামলায় চরউভূতি এলাকার মনির হোসেন ও নুরুল ইসলাম শানুকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী রাতে ঘরে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে সিঁধ কেটে মুখোশ পরা চারজন তাঁর ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে দুজনকে চিনতে পারেন তিনি। এর আগের দিনও ওই নারীর ঘরে প্রবেশের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিরা ব্যর্থ হন বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। চুরির উদ্দেশে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে দুই আসামি পুলিশের কাছে স্বীকার করেছেন। আদালতে তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল