হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুর সদরে সিঁধ কেটে ঘরে ঢুকে এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভোরে ভবানীগঞ্জ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী নারী আজ বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সদর থানায় চারজনকে আসামি করে মামলা করেন। সকালে পুলিশ অভিযান চালিয়ে এ মামলায় চরউভূতি এলাকার মনির হোসেন ও নুরুল ইসলাম শানুকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী রাতে ঘরে সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে সিঁধ কেটে মুখোশ পরা চারজন তাঁর ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে দুজনকে চিনতে পারেন তিনি। এর আগের দিনও ওই নারীর ঘরে প্রবেশের চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তিরা ব্যর্থ হন বলে জানায় পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। চুরির উদ্দেশে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে দুই আসামি পুলিশের কাছে স্বীকার করেছেন। আদালতে তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ