হোম > সারা দেশ > খাগড়াছড়ি

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে শিক্ষক হেনস্তা, শিক্ষক সুরক্ষা আইন প্রণয়ন, ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকােরের হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য চম্পানন চাকমা। মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক সুদর্শন দত্ত, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলার সভাপতি ও জেলা সহসভাপতি আশা প্রিয় ত্রিপুরা, সদর উপজেলা বাংলাদেশ বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অমরেন্দু চাকমা, বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির সভাপতি অংপ্রু মারমা, বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ আদনান, সহকারী শিক্ষক আঞ্চলিক কমিটির সভাপতি প্রিয় বসু, সম্পাদক সৈয়দ-উর-রহমান, ভাইবোনছড়া মিলিয়াম উচ্চবিদ্যালয়ের প্রদান শিক্ষক তাতু মনি চাকমা, সদর উপজেলা বেসরকারি সহকারী শিক্ষক সমিতির সভাপতি লায়েস দেওয়ান, প্রাক্তন সভাপতি ও পেরাছড়া সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্বার খীসা, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দিলীপ চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধনাচন্দ্র সেন, দক্ষিণ খবংপড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়া খীসা, চম্পাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক বরণ ত্রিপুরা প্রমুখ।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ