হোম > সারা দেশ > নোয়াখালী

শিক্ষক হত্যা ও লাঞ্ছনার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সাভারের কলেজশিক্ষক উৎপল সরকার হত্যা এবং নড়াইলের কলেজ অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে কোম্পানীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শতাধিক শিক্ষক, মানবাধিকার কর্মী এবং সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা অপরাধীদের বিচারের পাশাপাশি নিরাপত্তার দাবি জানান। আজ রোববার সকাল ১০টায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, সহকর্মী হত্যার বিচারের দাবিতে শিক্ষকদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। শিক্ষক কেন ছাত্রের হাতে প্রাণ হারাল? তাদের প্রশ্রয় দিচ্ছে কে? 

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকেরা যখন ছাত্রদের হামলার আতঙ্কে থাকেন, তখন পাঠদান ব্যাহত হয়। তাই সরকারকে শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে। কলেজশিক্ষক উৎপল খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা অরবিন্দ ভৌমিক, বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নাছির, সহসভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা, সাধারণ সম্পাদক আমির হোসেন বিএসসি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মো. আবদুল হালিম রকি, কবিতা পরিষদের সভাপতি করিমুল হক সাথী, সাংবাদিক সমিতি সভাপতি এহসানুল আলম খসরু, নারী নেত্রী নাজমা বেগম শিপ্রা, প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ