হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দর রক্ষা ও করিডর ঠেকাতে রোডমার্চ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রামে পৌঁছেছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া ঠেকাতে ও মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডরের উদ্যোগ বন্ধের দাবিতে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের’ রোডমার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রোডমার্চটি বন্দর ভবনের সামনে পৌঁছায়। রোডমার্চে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজসহ বিভিন্ন বাম সংগঠনের নেতারা।

এর আগে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের প্ল্যাটফর্মের ব্যানারে বাম নেতারা গতকাল শুক্রবার ঢাকা থেকে দুই দিনের রোডমার্চ শুরু করেন। রাতে ফেনীতে বিরতি নেন। আজ সকাল সাড়ে ৯টায় ফেনী থেকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় মিছিলের মাধ্যমে। মিছিলটি মহিপাল হয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ট্রাংক রোড, দোয়েল চত্বর, খেজুর চত্বর, প্রেসক্লাব, বড় মসজিদ, সেন্ট্রাল হাই স্কুল হয়ে দাউদপুর ব্রিজ অতিক্রম করে। এরপর রোডমার্চে অংশগ্রহণকারীরা পরিবহনে চড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

মীরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করার পর বিকেলে রোডমার্চ চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে এসে জড়ো হয়। সেখান থেকে বন্দর ভবন অভিমুখে যাত্রা করে রোডমার্চ। রোডমার্চে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা