হোম > সারা দেশ > চট্টগ্রাম

৬ বারের নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদে ষষ্ঠবারের মতো নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেমর শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কায়েছ। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাশিয়াইশ ইউনিয়নের নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য রাখার আদেশ দিয়েছেন আদালত। 

তিনি আরও বলেন, এরই মধ্যে আদালতের সে আদেশের কপি হাতে পেয়েছি। যার কারণে উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে। 

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া বাকি ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের শপথ পাঠ করাবেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।  

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নসহ ১৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল