হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে খাল থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টানা বৃষ্টির মধ্যে খালে পাওয়া লাশের পরিচয় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন। 

ওই যুবক নগরের হালিশহর এলাকার বাসিন্দা কাজী মোহাম্মদ ইকবালের ছেলে আজিজুল হাকিম ইমন (২২)। ইমন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জে শুঁটকিপট্টি এলাকায় চাক্তাই খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে বাসার দূরত্ব সড়কপথে সাড়ে পাঁচ কিলোমিটার। 

পুলিশ জানিয়েছে, ওই যুবকের মরদেহের পরিচয় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন। 

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। 

ইমনের বাবা কাজী মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের ছোট ভাই রেজাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।’

গতকাল জোহর নামাজ পড়তে বাসা থেকে বের হন আজিজুল হাকিম ইমন। এরপর তিনি আর ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পায়নি। বাসা থেকে এত দূরে কীভাবে গেল তাঁরা বিষয়টি জানেন না। 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে চাক্তাই খালে প্রচণ্ড স্রোত ছিল। এ সময় এক যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে পড়ল তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।’ 

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিসিটিভি ফুটেজে ওই যুবককে আসাদগঞ্জ থেকে চামড়া গুদামের দিকে যেতে দেখা গেছে। এর কয়েক মিনিটের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। কয়েকজনকে খালে লাফিয়ে পড়তে দেখা যায়। তখনই ওই যুবক খালে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র