হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে খাল থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টানা বৃষ্টির মধ্যে খালে পাওয়া লাশের পরিচয় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন। 

ওই যুবক নগরের হালিশহর এলাকার বাসিন্দা কাজী মোহাম্মদ ইকবালের ছেলে আজিজুল হাকিম ইমন (২২)। ইমন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জে শুঁটকিপট্টি এলাকায় চাক্তাই খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে বাসার দূরত্ব সড়কপথে সাড়ে পাঁচ কিলোমিটার। 

পুলিশ জানিয়েছে, ওই যুবকের মরদেহের পরিচয় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন। 

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে। 

ইমনের বাবা কাজী মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের ছোট ভাই রেজাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।’

গতকাল জোহর নামাজ পড়তে বাসা থেকে বের হন আজিজুল হাকিম ইমন। এরপর তিনি আর ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পায়নি। বাসা থেকে এত দূরে কীভাবে গেল তাঁরা বিষয়টি জানেন না। 

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে চাক্তাই খালে প্রচণ্ড স্রোত ছিল। এ সময় এক যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে পড়ল তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।’ 

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিসিটিভি ফুটেজে ওই যুবককে আসাদগঞ্জ থেকে চামড়া গুদামের দিকে যেতে দেখা গেছে। এর কয়েক মিনিটের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। কয়েকজনকে খালে লাফিয়ে পড়তে দেখা যায়। তখনই ওই যুবক খালে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ