হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ইউপি চেয়ারম্যানের সই জাল করে সনদ তৈরি, যুবকের কারাদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সই জাল করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম-মৃত্যু সনদ তৈরির অভিযোগে এক যুবককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যুবকের বাসা তল্লাশি করে কম্পিউটারসহ জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত মো. নুরহান (৩০) হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা। 

ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, নুরহান পূর্ব পানখালী এলাকার সামশু আলমের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল সনদ ও এনআইডি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আজ মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরির খবর পেয়ে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গ্রাম–পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। 

এ সময় নুরহানের বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরনের জাল সনদ, কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরির কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরি করা জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। 

ইউএনও বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিষয়টি অবহিত করার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার মো. নুরহানকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’ 

দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তার যুবককে টেকনাফ থানা–পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট