হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদমে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে উধাও মালিকপক্ষ

আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকের টাকা নিয়ে মালিকপক্ষ ও ইনচার্জের পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে গ্রাহকদের এমন অভিযোগে এজেন্ট ব্যাংকের ইনচার্জ বিনয় ত্রিপুরা ও বান্দরবান এরিয়া ম্যানেজার মো. জামাল উদ্দিন তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর আশুতোষ নামে একজন ব্যবসায়ী ৪০ হাজার টাকা মানি ট্রান্সফার করার জন্য আলীকদমে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে যান। সে সময় তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা ইনচার্জ বিনয় ত্রিপুরা নিয়ে বলেন, ‘এখন বিদ্যুৎ নেই। বিদ্যুৎ আসার পর টাকাগুলো পাঠানো হবে।’

ব্যবসায়ী আশুতোষ অভিযোগ করেন, বৃহস্পতিবার পর্যন্ত তাঁর টাকাগুলি পাঠানো হয়নি এবং ফেরতও দেওয়া হচ্ছে না।

শুধু আশুতোষ নয়, একইভাবে তাহেরা বেগম ৪০ হাজার টাকা অ্যাকাউন্টে জমা করতে দেন ১৫ দিন আগে। তাঁকে স্লিপ না দিয়ে শুধুমাত্র একটি টোকেনে লাল কালিতে টাকার অঙ্ক উল্লেখ করে টোকেন ধরিয়ে দেন। ঘটনাস্থলে এ ধরনের আরও ৩ / ৪ জন গ্রাহক দেখা যায়, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়া হয়নি।

এ বিষয়ে ইনচার্জ বিনয় ত্রিপুরা বলেন, সব টাকা মালিকপক্ষ মাহাবুব নিয়ে গেছে। অপরদিকে, মালিকপক্ষের মাহাবুব বলেন, কিছুদিন আগেও সাড়ে ৩ লাখ টাকা বিনয় ত্রিপুরাকে দেওয়া হয়েছে।

জানতে চাইলে ব্যাংকটির বান্দরবানের সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার জামাল উদ্দিন তালুকদার বলেন, আমি এসব অনিয়ম জেনেছি আরও মাসখানেক আগে। অনিয়ম জানার পর কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমি লিখিতভাবে কিছু এখনো করিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, এখনো পর্যন্ত কোন গ্রাহক বাদী হয়ে অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আলীকদম এজেন্ট ব্যাংকিং এর মালিকপক্ষের লোকদের থানায় ডাকা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার