কালিকাপুরে আবদুল মতিন খসরু কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলাউদ্দিন (১৯)। করোনাকালে কলেজ বন্ধ থাকায় সে বাবা আবদুল মোমিনের ব্যবসার কাজে সহযোগিতা করে আসছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তিন মাস আগে হঠাৎ ভারসাম্যহীন হয়ে পড়ে আলাউদ্দিন। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তাকে ঘরের ভেতরে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। ঘরের চারদেয়ালের মধ্যেই কাটছিল তার জীবন। সেই ঘরেই গতকাল মঙ্গলবার রাতে আগুনে পুড়ে প্রাণ গেছে আলাউদ্দিনের। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামে ঘটনাটি ঘটেছে।
বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঘরের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে আলাউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।'
এ ঘটনায় আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিন ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও খাবার প্রদান করা হয়।