হোম > সারা দেশ > কুমিল্লা

আগুনে পুড়ে প্রাণ গেল শেকলবন্দী যুবকের

প্রতিনিধি, বুড়িচং (কুমিল্লা)

কালিকাপুরে আবদুল মতিন খসরু কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলাউদ্দিন (১৯)। করোনাকালে কলেজ বন্ধ থাকায় সে বাবা আবদুল মোমিনের ব্যবসার কাজে সহযোগিতা করে আসছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তিন মাস আগে হঠাৎ ভারসাম্যহীন হয়ে পড়ে আলাউদ্দিন। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় তাকে ঘরের ভেতরে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। ঘরের চারদেয়ালের মধ্যেই কাটছিল তার জীবন। সেই ঘরেই গতকাল মঙ্গলবার রাতে আগুনে পুড়ে প্রাণ গেছে আলাউদ্দিনের। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামে ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে খারেরা পশ্চিমপাড়া গ্রামের আলীয়া মাদ্রাসাসংলগ্ন মো. মোমিন মিয়ার বশতঘরে আগুনের সূত্রপাত হয়। দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি ঘর ভস্মীভূত হয়। ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও মালামাল আগুনে পুড়ে যায়। 

বুড়িচং থানার ওসি মো. আলমগীর হোসেন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে ঘরের বৈদ্যুতিক মিটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে আলাউদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।' 

দমকলকর্মী জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন প্রায় নিভিয়ে ফেলে। আগুনে দুটি ঘর পুড়ে যায়। ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিন ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও খাবার প্রদান করা হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত