হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে উপসচিব পরিচয়ে এক শিক্ষকের কাছে টাকা দাবি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

উপসচিব পরিচয় দিয়ে প্রতারকচক্র মোবাইলে এক শিক্ষকের কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার দাসের কাছে এ টাকা দাবি করে।

তপন কুমার দাস জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৩ টা ১৬মিনিটে তাঁর মোবাইলে নিজেকে উপসচিব পরিচয়ে দিয়ে চাকরি চলে যাওয়ার ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা দাবি করেন। নতুবা তাঁর চাকরিটা চলে যাবে।

উপসচিব পরিচয় দেওয়া ব্যক্তি নিজের ব্যবহৃত ০১৭৮৯১৯৪৮১২ এই মোবাইল নম্বর দিয়ে ফোন করে বলেন, ‘আমি উপসচিব হুমায়ুন বলছি। আপনার নামে একটা অভিযোগ আছে। তদন্ত টিম যাবে আপনার বাড়িতে তদন্ত করবে। আপনার চাকরির নিরাপত্তার জন্য যদি তদন্ত টিমকে ফেরাতে চান, বিকাশ নম্বর দিচ্ছি, ওই নম্বরে ৩৫ হাজার টাকা পাঠিয়ে দেন।’ 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন শিক্ষক তপন কুমার দাস।

শিক্ষা কর্মকর্তা আব্দুল আজীজকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘উপসচিব পরিচয় দিয়ে শিক্ষক তপন কুমার দাসের কাছে টাকা চাওয়ার ব্যাপারটা আমি শুনেছি। গতকাল সন্ধ্যায় শিক্ষক তপন কুমার দাস দরখাস্ত দিয়ে গেছেন।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত