হোম > সারা দেশ > কুমিল্লা

জন্মনিবন্ধন সফল করতে ২৪৬ জনের বেতনভাতা বন্ধ!

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কয়েক মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কুমিল্লা চৌদ্দগ্রামের ১৬৯ জনপ্রতিনিধি ও ৭৭ জন গ্রাম পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক ইচ্ছাকৃতভাবে এ বেতন-ভাতা বন্ধ রেখেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত উপজেলার তে­রোটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যসহ ১৬৯জন জনপ্রতিনিধির বেতন বন্ধ রয়েছে। এ ছাড়া গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৭৭ জন গ্রামপুলিশের বেতন ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর মধ্যে অনেক ইউপি চেয়ারম্যান ও সদস্য এবারের নির্বাচনে বিজয়ী হতে পারেননি। তারাও এ সম্মানী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।

গ্রামপুলিশের নারী সদস্য আনোয়ারা ও রুবিয়া বেগম বলেন, ‘গত তিন মাস আমরা বেতন ভাতা পাচ্ছি না। এতে করে সংসার চালাতে হিমশিম খাচ্ছি।’

১০ নম্বর বাতিসা ইউপির চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু বলেন, ‘ইউপি চেয়ারম্যানসহ অনেক সদস্য সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেননি। কিন্তু গত চার মাস ধরে আমাদের সম্মানী ভাতা বন্ধ রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি খুবই দুঃখজনক।’

চৌদ্দগ্রাম উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল বলেন, ‘ জন্মনিবন্ধন কার্যক্রম বন্ধ সফল করে বেতন ভাতা বন্ধ করা হয়েছে। এভাবে জন্ম নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল করার আইন আছে কিনা আমার জানা নেই। অনেক গ্রাম পুলিশ তাদের কষ্টের কথা আমার কাছে বলেছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক বলেন, শূন্য থেকে ৪৫ দিন বয়সী শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম সফল করা জনপ্রতিনিধি ও গ্রামপুলিশদের দায়িত্ব। তাঁরা এ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় বেতন ভাতা বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মাস থেকে যথারীতি বেতন ভাতা দেওয়া হবে।’

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ