হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে র‍্যাবের অভিযান: কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের একটি কারখানা থেকে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করেছে র‍্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের টেকপাড়ার মাঝিরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। 

কক্সবাজার শহরের বড়বাজারের এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কামরুল হাসান (৩০) এই কারখানার মালিক। 

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গোয়েন্দা সূত্রে র‍্যাবের কাছে তথ্য ছিল কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় নামে-বেনামে পরিবেশ আইন পরিপন্থী কয়েকটি অবৈধ পলিথিনের কারখানা গড়ে উঠেছে। 

এই তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে পলিথিনের একটি অবৈধ কারখানার সন্ধান পায়। এ সময় কারখানাটি তল্লাশি চালিয়ে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়। পলিথিন উৎপাদনের স্বপক্ষে কারখানাটির মালিক পরিবেশ অধিদপ্তরের অনুমোদনসহ বৈধ কোনো কাগজ উপস্থাপন করতে পারেননি জানিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬-ক মোতাবেক পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রয়ের অপরাধে এইচ. জে. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে দুই লাখ টাকা জরিমানা করেছে।’

কারখানার মালিককে ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার