হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় তরুণকে পিটিয়ে হত্যার পর লাশ বিলে ফেলে দেওয়ার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

নিহত মোহাম্মদ আরাফাত। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক তরুণকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের পুটিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ আরাফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার জালাল আহমদের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে ওসি আরিফ হোসাইন বলেন, শনিবার মধ্যরাতে মোবাইল চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যার পর লাশ একটি বিলে ফেলে যায়। এ সময় স্থানীয়রা যুবকের মরদেহ একটি ক্লিনিকে রাখার খবর পায় পুলিশ। পরে সেখান থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি বলেন, ‘কে বা কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা পুলিশ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে চুরির অভিযোগে প্রতিপক্ষের মারধরে ওই যুবক মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

ওসি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে। আজ রোববার সকালে নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিহতের ভাই জয়নাল আবেদীন জানান, শনিবার দুপুরে স্থানীয় যুবক জাহেদ ও সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন তাঁর ভাই মোহাম্মদ আরাফাতকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগে এনে কয়েক দফা মারধর করে। রাতে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় পুটিবুনিয়া এলাকার সেনা বাহিনীর ক্যাম্পের পাশে ফেলে যায়। খবর পেয়ে স্বজনেরা আরাফাতকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল