হোম > সারা দেশ > কুমিল্লা

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন দাউদকান্দির মোহাম্মদ আলী 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দাউদকান্দির মেজর (অব.) মোহাম্মদ আলী। গত মঙ্গলবার শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে। দাউদকান্দিতে তিনি দুই বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও দাউদকান্দি-মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। 

মেজর (অব.) মোহাম্মদ আলী দাউদকান্দি-মেঘনার ৩ বারের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। তিনি বাবার মতো জনসেবা করার স্পৃহা থেকে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে আসেন রাজনীতিতে। 

দেশসেরা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, ‘এ গৌরব আমার একার নয়, আমার প্রিয় দাউদকান্দিবাসীর ভালোবাসা ও তাদের পূর্ণ সহযোগিতা আজ আমি দেশের সেরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যত দিন বাঁচিয়ে রাখবে আমি দাউদকান্দি ও মেঘনা উপজেলাবাসীর সেবা করে যাব ইনশা আল্লাহ।’ 

এ বিষয়ে মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন আরও বলেন ‘প্রথমবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালে আমি চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, যা এক বিরল সম্মাননা উপজেলাবাসীকে আমাকে উপহার দিয়েছিল। দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকায় চ্যানেল আই থেকে ‘শ্রেষ্ঠ সমাজসেবক’ অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এর সবই উপজেলাবাসীর জন্য।’

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫