কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
স্বাস্থ্যবিধি না মেনে কাপ্তাই লেকে ভ্রমণ করায় পাঁচ পর্যটক ও তিনজন বোটচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দেড় ঘণ্টা কাপ্তাই জেটিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।
অভিযানে কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। এ সময় পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার পরামর্শ দেওয়াসহ করোনা সম্পর্কে সচেতন করা হয়।