হোম > সারা দেশ > নোয়াখালী

বেগমগঞ্জে চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই)  তৌহিদুল ইসলামকে সড়কে চাঁদাবাজির অভিযোগে ক্লোজড করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশের মাধ্যমে তাকে ক্লোজড করা হয়। পরবর্তীতে তাকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, চলমান লকডাউনের মধ্যে গত পাঁচ থেকে ছয় দিন ধরে ওই এসআই বেগমগঞ্জের জমিদারহাট বাজারের প্রধান সড়কে নেমপ্লেট ছাড়া পুলিশ পোশাকে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল। রোববার বিকেলে যানবাহনে চাঁদাবাজি নিয়ে স্থানীয়দের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে জানতে চায় সে প্রকৃত পুলিশ কিনা। এরপর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে একটি দোকানের মধ্যে আটক করে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, সড়কে চাঁদাবাজির অভিযোগ ওঠায় তাৎক্ষণিক অভিযুক্ত এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, তৌহিদুলকে স্থানীয় কিছু লোক আটক করে রাখে। এরপর তার বিরুদ্ধে মৌখিক ভাবে অভিযোগ পেয়ে তাঁকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫