হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দুজন  নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মো. মিজান (৩২)। তিনি বরিশালের উজিরপুর ইউনিয়নের কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। অপর নিহত ব্যক্তি মালবাহী ট্রেনের সামনে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

রেল দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম। তিনি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ ফেনী সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকার লেভেল ক্রসিংয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত ছিলেন না। এ সময়  চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনে থাকা অজ্ঞাত ব্যক্তি নিহত হন। 

এদিকে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাশ দুটি সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা-পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির