হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি

ফেনীতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দুজন  নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মো. মিজান (৩২)। তিনি বরিশালের উজিরপুর ইউনিয়নের কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। অপর নিহত ব্যক্তি মালবাহী ট্রেনের সামনে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

রেল দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম। তিনি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ ফেনী সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকার লেভেল ক্রসিংয়ে আজ সকাল সাড়ে ৮টার দিকে গেটম্যান দায়িত্বরত ছিলেন না। এ সময়  চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন লেভেল ক্রসিং অতিক্রম করার সময় বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনে থাকা অজ্ঞাত ব্যক্তি নিহত হন। 

এদিকে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাক ও লাশ দুটি সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা-পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত