হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতীয় নাচ অনুশীলনে বাধা দেওয়ায় মাকে খুন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভারতীয় নৃত্যশিল্পীর নাচ অনুশীলনে বাধা দেওয়ায় মেয়ে লাঠির আঘাতে মা আনোয়ারা বেগমের (৫৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার অভিযুক্ত মেয়েকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার পাহাড়তলী থানায় নিহতের ভাই বাদী হয়ে মামলার পর পুলিশ হেফাজতে নিলে সে খুনের বর্ণনা দেয়। 

পুলিশ জানায়, খুন হওয়া নারীর পালিত সন্তান সতেরো বছরের ওই মেয়ে। সে স্থানীয় একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

গত ২১ মে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম মারা যান। তিনি নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী রোডে চৌধুরী আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকতেন। তাঁদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। 

পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. মঈনুর রহমান বলেন, ‘নিহত আনোয়ারা বেগমের প্রথম সংসারে তিন ছেলে আছে। প্রথম স্বামী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। সেই সংসারে কোনো সন্তান না হওয়ায় মেয়েটিকে দত্তক আনেন। বছর খানিক আগে দ্বিতীয় স্বামীও মারা যান। দ্বিতীয় স্বামীর বোনের লন্ডন থেকে পাঠানো টাকা ও তিন ছেলের সাহায্য নিয়ে তিনি মেয়েকে নিয়ে থাকেন।’ 

তিনি বলেন, ‘মেয়েটি ছিল আনোয়ারা বেগমের আদরের। সব সময় তাকে চোখে চোখে রাখতেন। মেয়ে ইউটিউবের ভিডিও দেখে বাসায় ইয়োগা, যোগাসনসহ বিভিন্ন ধরনের যোগব্যায়াম শুরু করে। একই সঙ্গে ভারতীয় নৃত্যশিল্পী মালবিকা সেনের ভিডিও দেখে তার নাচের মুদ্রা অনুশীলন করত। তিনি এসব পছন্দ করতেন না। তাঁর সন্দেহ হয়, মেয়ে অমুসলিম কোনো ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল।’ 

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘গত ২০ মে বিকেলে মেয়ে প্রাইভেট কোচিং শেষে বাসায় ফেরার পর নাচের মুদ্রা অনুশীলন শুরু করে। তখন আনোয়ারা বেগম বাধা দিলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে মেয়ে কাঠের টুকরা দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর জখম হয়ে অজ্ঞান হয়ে যান তিনি। ঘটনার পর মেয়ে কাঠের টুকরাটি রান্না ঘরের পাশে একটি পরিত্যক্ত ডোবায় ফেলে দেয়। আমরা সেটিও উদ্ধার করেছি।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ