হোম > সারা দেশ > চাঁদপুর

আরেক মামলায় চাঁদপুরে আ.লীগের সভাপতি কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

আরেক মামলায় চাঁদপুরে আ.লীগের সভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে সদর মডেল থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (২২ জুন) তাঁকে জামিনের জন্য সদর আমলি আদালতে ওঠালে বিচারক ইয়াসিন আরাফাত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়। ২০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার পর আজ তাঁকে (রোববার) চাঁদপুরের আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, ৫ আগস্টের পর চাঁদপুরে করা কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। সদর মডেল থানায় গেল বছরের ২০ আগস্টের ১৯ নম্বর মামলায় তাঁকে আসামি দেখানো হয়। এই মামলায় বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০২৪ সালে ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ২০ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার নুরুল ইসলাম খান। ওই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় ২২৪ জন এবং অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০০ থেকে ৪০০ জনকে।

আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া, জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন