হোম > সারা দেশ > চাঁদপুর

আরেক মামলায় চাঁদপুরে আ.লীগের সভাপতি কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

আরেক মামলায় চাঁদপুরে আ.লীগের সভাপতি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে সদর মডেল থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার (২২ জুন) তাঁকে জামিনের জন্য সদর আমলি আদালতে ওঠালে বিচারক ইয়াসিন আরাফাত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ২ জুন রাজধানীর শান্তিনগরে মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় করা হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়। ২০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার পর আজ তাঁকে (রোববার) চাঁদপুরের আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া মিঠু বলেন, ৫ আগস্টের পর চাঁদপুরে করা কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। সদর মডেল থানায় গেল বছরের ২০ আগস্টের ১৯ নম্বর মামলায় তাঁকে আসামি দেখানো হয়। এই মামলায় বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০২৪ সালে ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় ২০ আগষ্ট চাঁদপুর সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার নুরুল ইসলাম খান। ওই মামলায় এজাহারভুক্ত আসামি করা হয় ২২৪ জন এবং অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০০ থেকে ৪০০ জনকে।

আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভুঁইয়া, জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ