গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। আজ শনিবার রাত সোয়া ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন, গোপালগঞ্জের বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী ও মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা। গুরুতর আহত হয়েছেন মৃত চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেষ্ঠ্য স্টেশন অফিসার মো. আরিফুল হক।
জানা যায়, রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। অপর একজন গুরুতর আহত হন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।