হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে পাহাড়ের মাটি কাটায় ১ জনের কারাদণ্ড, মাটিভর্তি ট্রাক জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটায় বোরহান (৩১) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক। এ সময় একটি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। 

গত রোববার রাতে উপজেলার পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) এ অভিযান চালানো হয়। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে কিছু মানুষ। বারবার জরিমানা করে এবং পাহাড় ও কৃষি জমির মাটি কাটা, বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। এরা রাতের আঁধারে এসব অবৈধ কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে পাহাড়ি টিলা শ্রেণির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ