হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে পাহাড়ের মাটি কাটায় ১ জনের কারাদণ্ড, মাটিভর্তি ট্রাক জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটায় বোরহান (৩১) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক। এ সময় একটি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। 

গত রোববার রাতে উপজেলার পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) এ অভিযান চালানো হয়। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে কিছু মানুষ। বারবার জরিমানা করে এবং পাহাড় ও কৃষি জমির মাটি কাটা, বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। এরা রাতের আঁধারে এসব অবৈধ কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে পাহাড়ি টিলা শ্রেণির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু