হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে পাহাড়ের মাটি কাটায় ১ জনের কারাদণ্ড, মাটিভর্তি ট্রাক জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটায় বোরহান (৩১) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মুহাম্মদ সায়েক। এ সময় একটি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। 

গত রোববার রাতে উপজেলার পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) এ অভিযান চালানো হয়। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে কিছু মানুষ। বারবার জরিমানা করে এবং পাহাড় ও কৃষি জমির মাটি কাটা, বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। এরা রাতের আঁধারে এসব অবৈধ কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় (পটিয়া-চন্দনাইশ সীমান্তে) অভিযান চালিয়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, অবৈধভাবে পাহাড়ি টিলা শ্রেণির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির