হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

গ্রেপ্তারকৃত মো. মজিবুর রহমান। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মজিবুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে চরকুমিরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মজিবুর রহমান চরকুমিরা গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে ও ফরিদগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী-অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় আড়াই বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ বলেন, গ্রেপ্তারকৃত মজিবুর রহমানকে বৃহস্পতিবার (৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর পড়ুন:

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ