হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ জন আটক

 কুমিল্লা প্রতিনিধি 

ডিবি পুলিশের হাতে আটক দুজন। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। তাঁরা দুজন আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে ডিবি।

আজ মঙ্গলবার ১১ (মার্চ) দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান।

সংবাদ সম্মেলনে এসপি বলেন, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যর ভিত্তিতে গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। ছবি: আজকের পত্রিকা

এ সময় মহাসড়কের দাউদকান্দির মোহনপাম্প এলাকায় আন্তজেলা ডাকাত দলের সদস্যদের অবস্থান করার তথ্য পাওয়া যায়। পুলিশের অভিযানে মো. মামুন (৩৭) নামের আন্তজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। তিনি দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের বাসিন্দা। পরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী মো. আরিফকে (৩১) আটক করা হয়। আরিফ চট্টগ্রামের ডবলমুড়িং থানার মনসুরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামে ভাড়া থাকেন।

অভিযানে আটক মামুন ও আরিফের বাসাসহ বিভিন্ন স্থান থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে দাউদকান্দি থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাশেদুজ্জামান ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ