হোম > সারা দেশ > নোয়াখালী

মৃত্যুর দেড় মাস পর কবর থেকে তোলা হলো যুবকের মরদেহ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে হত্যা মামলার তদন্তের জন্য মৃত্যুর দেড় মাস পর আলা উদ্দিন (৪০) নামের এক যুবকের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের লেমুয়া ঠনারপাড় কবরস্থান থেকে তাঁর মরদেহ তোলা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলির নেতৃত্বে মরদেহটি তোলা হয়। এ সময় নোয়াখালী পিবিআই পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন, সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনজিৎ কুমার দাসসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। 

সহকারী উপপরিদর্শক রনজিৎ কুমার দাস জানান, গত জুলাইয়ে জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় ছায়দুল হক গ্যাংদের সঙ্গে আলা উদ্দিন গ্যাংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আলা উদ্দিন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় আলা উদ্দিনের বাবা বাদী হয়ে ছায়দুল হক গ্যাংদের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করেন। 

এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, আলা উদ্দিন সুস্থ হয়ে এলাকায় আসার পর মাদকসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাঁকে আটক করে। দুই মাস জেলহাজত থেকে অক্টোবর মাসে এলাকায় আসার পর আলা উদ্দিনের মৃত্যু হয়। পরে আলা উদ্দিনের বাবা বাদী হয়ে ছায়দুল হক গ্যাংদের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে হত্যা মামলা করেন। আদালত মামলার সুষ্ঠু তদন্তের জন্য নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। মামলার তদন্তের জন্য মৃত্যুর দেড় মাস পর আলা উদ্দিনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করা হয়। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার