কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় করোনা মহামরিতেও থেমে নেই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছেন তারা। এসডিজি অর্জন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কোভিড-১৯ পরিস্থিতিতেও তাঁদের কার্যক্রম অব্যাহত আছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা মহামারিকালে বাড়ি বাড়ি পরিদর্শন করে সেবা প্রদান, স্যাটেলাইট ক্লিনিকে সেবাসহ উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবাদান কার্যক্রম চলমান রেখেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এরই মধ্যে এ বিভাগের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় এএমআইএস এ সুপারভিশন ও মনিটরিং করা হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে সপ্তাহে ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি সেবা কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও কিশোর কিশোরীদের স্বাস্থ্যগত উন্নয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে চালু করা হয়েছে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার। ৪৫ দিনের মধ্যে অনলাইনে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বিতভাবে সহযোগিতা করে কাজ করে যাচ্ছে এ বিভাগের কর্মীরা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, ‘আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ মানুষের দোরগোড়ায় সর্বক্ষণিক সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। এ উপজেলায়, এসডিজি অর্জন এবং মাতৃ মৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস করতে জিরো হোম ডেলিভারি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
মো. ফারুক আহমেদ আরও বলেন, ‘নারী প্রতি গড় সন্তান সংখ্যা ২.০ এ নামিয়ে আনা, পরিবার পরিকল্পনা পরিকল্পনা গ্রহণকারীর হার ৮৫% উন্নীত করা ও ব্যবহারকারীর হার ৬৫% উন্নীত করা হয়েছে। এ ছাড়াও অপূর্ণ চাহিদার হার ৭% এ কমিয়ে আনা, স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহীতার হার ২০% এ উন্নীত করার লক্ষ্যে বিভাগীয় কার্যক্রম চলমান আছে।’