হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় নিষিদ্ধ সময়ে ইলিশ ধরায় আটক ৩ জেলেকে জরিমানা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার নৌকা, ৪ লাখ মিটার চরঘেরা জাল, ২০ লাখ মিটার কারেন্ট জাল, ১০টি বেহন্দি জাল, ২০ কেজি ইলিশ ও ৮০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

আজ রোববার ভোরে মেঘনা নদী থেকে ওই তিন জেলেকে আটক করা হয়। আটক জেলেদের দুপুরে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় ভবিষ্যতের জন্য তাঁদের সতর্ক করা হয়। জব্দ মাছ ধরার নৌকা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড হাতিয়া স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মোকসেদর রহমান আজকের পত্রিকাকে বলেন, ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বঙ্গোপসাগর ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় কোস্টগার্ড। এর অংশ হিসেবে মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় জাল, ইঞ্জিন চালিত নৌকা, মাছসহ তিন জেলেকে আটক করা হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার ওপর এই নিষেধাজ্ঞা চলবে।

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম