হোম > সারা দেশ > কুমিল্লা

ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 কুমিল্লা প্রতিনিধি 

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ। আজ বৃহস্পতিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার সুয়াগাজী এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এই উচ্ছেদ অভিযান চালায়।

জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে শত শত দোকানঘর নির্মাণ করা হয়েছিল। সওজ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সুয়াগাজী বাজারের নতুন ও পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। এ সময় সওজের কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান প্রমুখ।

আদনান ইবনে হাসান বলেন, ঈদযাত্রা শুরু হয়েছে। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট সৃষ্টিকারী স্থানগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সুয়াগাজী বাজারের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা