হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া বালু তোলা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৭

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে অন্তত ১৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, আবদুল মালেক (৫০), মো. কায়সার (২৮), মো. রুবেল (২১), আবু তাহের (৩৬), ফয়েজ আহমদ (৬০), নুরুল হাসান (৫০), হাফেজ আহমদ (৫৫), মো. মানিক (২৫), ইয়াকুব হোসেন (৫৫), শাহেদুল ইসলাম (২০), মো. রিপন (১৮), জিয়াউর রহমান (২১), রুহুল আমিন (৫৫), মো. ইব্রাহীম, মো. ফারুখসহ অজ্ঞাত আরও ২ জন। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকায় শঙ্খ নদী হতে দীর্ঘদিন যাবৎ নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে আসছেন। ওই বালু স্তূপ করে রাখার ফলে এলাকার কৃষকের শত শত কানি আবাদি জমি অনাবাদি হয়ে পড়েছে। তাই এলাকার কৃষকেরা তাতে বাধা দেয়। বালু উত্তোলন কাজে সহযোগিতা করে আসছেন চরতী এলাকার রুহুল্লাহ চৌধুরী নামের এক ব্যক্তি। আজ ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু লোক উত্তোলনকৃত বালু কোথায় রাখা হবে সে স্থান ঠিক করার জন্য চরতীর তুলাতুলি আসার কথা ছিল। এ খবর এলাকায় জানাজানি হলে এলাকার কৃষকেরা ওই স্থানে তাঁদের কষ্টের কথা জানাতে যাওয়ার পথেই তাঁদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনা গুলিবিদ্ধরা জানান, ওই সব গুলি রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে করা হয়েছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৮ জনকে দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।’ 

উপজেলার চরতী ইউনিয়নের চেয়ারম্যান ডা. রেজাউল করিম বলেন, বালু উত্তোলন সংক্রান্ত ঘটনায় ১৭ নিরীহ জনগণ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে কলেজছাত্র, কৃষক ও দিনমজুর রয়েছে। এলাকাবাসী ও গুলিবিদ্ধদের বরাত দিয়ে তিনি বলেন, এ ঘটনা রুহুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হয়েছে। চেয়ারম্যান আরও জানান উক্ত ঘটনায় ২০ রাউন্ডের অধিক গুলি ছোড়া হয়েছে। 

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ‘তুলাতলীতে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ এখনো কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার