হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটের নতুন উপাচার্য হলেন ড. মাহমুদ

রাঙ্গুনিয়া ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

ড. আব্দুল মতিন ভুঁইয়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। আজ বুধবার বিকেলে তিনি উপাচার্য পদে যোগদান করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া সর্বশেষ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া তৎকালীন বিআইটি, চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পাদন করেন। পরবর্তী সময় তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি (ইউটিএম) থেকে মাস্টার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ১৯৯৬ সালের অক্টোবরে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি একই বিভাগে ফেব্রুয়ারি ২০০০ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালের জানুয়ারিতে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালের জুন মাসে অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি চুয়েটের ষষ্ঠ উপাচার্য।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল