হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটের নতুন উপাচার্য হলেন ড. মাহমুদ

রাঙ্গুনিয়া ও রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

ড. আব্দুল মতিন ভুঁইয়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া। আজ বুধবার বিকেলে তিনি উপাচার্য পদে যোগদান করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া সর্বশেষ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া তৎকালীন বিআইটি, চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি সম্পাদন করেন। পরবর্তী সময় তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি (ইউটিএম) থেকে মাস্টার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

তিনি ১৯৯৬ সালের অক্টোবরে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি একই বিভাগে ফেব্রুয়ারি ২০০০ সালে সহকারী অধ্যাপক, ২০১২ সালের জানুয়ারিতে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালের জুন মাসে অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি চুয়েটের ষষ্ঠ উপাচার্য।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ