হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান শেষে ফেরার পথে চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠান শেষে পটিয়া উপজেলা থেকে নিজ গ্রামের বাড়ি শোভনদণ্ডী ইউনিয়ন এলাকায় যাওয়ার সময় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েতের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।

জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টা সময় সিএনজি করে শোভনদণ্ডী ইউনিয়নের আবাহানা স্থানে পৌঁছালে একদল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করে। এতে তিনি গুরুতর আহত হয়। এ সময় নেতা কর্মীরা তাঁকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।

এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, রাত ৭.৪৫ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় লোকজন এহসান চেয়ারম্যানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। তাঁর নাক, মুখ ও চোখসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তাঁকে চোখের একটা সিটি স্ক্যান পরীক্ষা করার জন্য বলেছি। 

শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছানুল হক জানান, আমার ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এক দল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করেছে। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ১০টার দিকে তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব। 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি