হোম > সারা দেশ > চট্টগ্রাম

গুলি ও হত্যাচেষ্টার মামলায় চসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

র‍্যাবের হাতে গ্রেপ্তার আবদুল বারেক কোম্পানি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশের (চসিক) সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক কোম্পানিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার নগরের চকবাজার থানার দিদার মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি চসিকের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

র‍্যাব-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মো. সোহেল পানি বিতরণ করছিলেন। এ সময় সাবেক কাউন্সিলর বারেকসহ অন্য দুষ্কৃতকারীরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।

আন্দোলন চলাকালে তারা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এ সময় সোহেলের মাথা, মুখমণ্ডল এবং শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি লেগে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনায় ভিকটিম মো. সোহেল গত ৩০ আগস্ট নগরের কোতোয়ালি থানায় ২৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় আসামি হলেন সাবেক কাউন্সিলর আবদুল বারেক।

আবদুল বারেক কোম্পানির বিরুদ্ধে নগরের কোতোয়ালি, রাজধানীর মোহাম্মদপুর এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও নাশকতাসংক্রান্ত তিনটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর আব্দুল বারেককে কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত