হোম > সারা দেশ > নোয়াখালী

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানিয়ে নকল ব্র্যান্ডে বিক্রি, জরিমানা ৫০ হাজার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও ব্র্যান্ড নকল করে তা বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে চৌমুহনী বাজারের মাদ্রাসা সড়কে তাহেরা ফুড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানটিতে স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি ও তৈরি করা সেমাই নিজেদের মোড়কে বিক্রি করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

অভিযান সূত্রে জানা গেছে, তাহের ফুড কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে বনফুল ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক আবু তাহের পাটোয়ারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি তারা একটি ব্র্যান্ডের মোড় নকল করে সেমাই বাজারজাত করে আসছিল। এ ছাড়া তাদের কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করার প্রমাণও আমরা পেয়েছি। প্রথম ধাপে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তিন দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে না পারলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল