হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিমানবন্দরে বাহামার নাগরিকের কাছ থেকে পাওয়া বস্তু কোকেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাহামার এক নাগরিকের কাছ থেকে পাওয়া মাদকসদৃশ বস্তু কোকেন বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩ কেজি ৯৮০ গ্রাম ওজনের এই কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল স্টাটিয়া শান্টে রোলি (৫৪) নামের ওই নারীকে আটক করে। তাঁর ব্যাগে থাকা একটি ইউপিএস মেশিনের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় সেই কোকেন পাওয়া যায়।

ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু কোকেন কিনা, তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের সিনিয়র কেমিস্টের মাধ্যমে পরীক্ষা করে জব্দ বস্তু কোকেন বলে নিশ্চিত হওয়া যায়। পরে আটক কোকেনসহ তাঁকে এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়।

বিমানবন্দর কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, এর আগে গত ১৩ জুলাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন স্টালিয়া। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। আ সোমবার তিনি তাঁর লাগেজটি নিতে যান। পরে বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা তাঁকে আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরে কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং মেশিনে তাঁর লাগেজ একাধিকবার পরীক্ষা করে। স্ক্যানিংয়ে সন্দেহ হওয়ায় তাঁর লাগেজ খুলে একটি ইউপিএসের ভেতর তামার তার মোড়ানো অবস্থায় মাদকসদৃশ একটি প্যাকেট পাওয়া যায়।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল