হোম > সারা দেশ > নোয়াখালী

ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়, হাসপাতাল পরিচালককে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগে মাইজদী আধুনিক হসপিটালের পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করা হয়।

আজ বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউসার মিঞার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৩০০ টাকা হলেও মাইজদী আধুনিক হসপিটাল ৭৫০ টাকা করে রোগীদের কাছ থেকে আদায় করে আসছিলো। এ ছাড়া ৪০০ টাকার সিবিসি টেস্ট তারা নিচ্ছে ৭০০ টাকা। পরে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগটির সত্য প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা-পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.কাউসার মিঞা বলেন,  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির