হোম > সারা দেশ > নোয়াখালী

১৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার, মা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মায়ের কক্ষ থেকে মাহিদুল ইসলাম সিয়াম নামে ১৬ মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুর মা ছামনা খাতুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।

আজ বুধবার দুপুরের দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাবের বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত শিশুটির দাদা আব্দুল ওহাব জানান, তাঁর ছেলে মোক্তার হোসেনের স্ত্রী ছামনা খাতুন সকাল ১০টার দিকে শিশুটিকে নিয়ে কক্ষে দরজা বন্ধ করে খাওয়াচ্ছিলেন। ঠিক কিছুক্ষণ পর তাঁর (ছেলের বউয়ের) কক্ষে শব্দ শুনতে পেয়ে দরজা খোলার জন্য ছামনাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে শিশু ও তার মাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। জ্ঞান ফিরে এলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছামনাকে থানায় নিয়ে যায়।

আব্দুল ওহাব আরও জানান, ছামনা দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যা নিয়ে এলোমেলো কথাবার্তা বলছিলেন। চিকিৎসা করেও সুস্থ করতে পারেননি বলে জানান তিনি। 

জানতে চাইলে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রহমান বলেন, অজ্ঞান অবস্থায় ছামনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মানসিক সমস্যা আছে কি না,, চিকিৎসা শেষে বলা যাবে। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও জানান, শিশুটির মুখমণ্ডলে কিছু আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবার জিনের হামলা বললেও বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শিশুটির মা ছামনাকে আটক করা হয়েছে। শিশুটির বাবা মোক্তার হোসেন পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি ঢাকায় থাকেন। 

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে