হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার: চট্টগ্রামে অনুসারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।

সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন করে তার মুক্তির দাবি জানান তারা।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক মো. আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাশের ভক্তরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশের কড়া নিরাপত্তার রয়েছে।’

এর আগে আজ সোমবার দুপুরে রাজধানীর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সূত্রে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গত ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরই দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ছাড়া তার নেতৃত্বে চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প