হোম > সারা দেশ > ফেনী

ফেনী-২: আসন সীমানা না জানায় ৩ হাজার জরিমানা গুনলেন মোমবাতির প্রার্থী

ফেনী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নূরুল ইসলাম নিজেই জানতেন না তাঁর নির্বাচনী আসনের সীমানা। পোস্টার ও ব্যানারে নিজের আসনের সীমানা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় গতকাল শুক্রবার রাতে তাঁকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফেনী পৌর এলাকার আচরণবিধি সংক্রান্ত দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজ্জা এ জরিমানা করেন।

সরেজমিন দেখা যায়, ফেনী-২ আসনটি ফেনী সদর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। অথচ মাওলানা নূরুল ইসলামের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ফেনী-২ আসনের সীমানা ফেনী সদরের পরিবর্তে ফেনী সদর ও সোনাগাজীর আংশিক উল্লেখ করা হয়।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে বিভ্রান্তকর তথ্য দেওয়ায় ফেনী-২ আসনের মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নূরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। 

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ফেনী-২ আসনের প্রার্থী মাওলানা নূরুল ইসলাম বলেন, ‘আসন সম্পর্কে শুরুতে আমার ধারণা ছিল না। আমার দলের ফেনী জেলা সেক্রেটারি কাজী নূরুল আলম সাহেব আমাকে বলেছিলেন ফেনী সদর ও সোনাগাজীর একাংশ নিয়ে সীমানা পরিধি। আমি সে অনুযায়ী পোস্টার, ফেস্টুন ও ব্যানারে সীমানা পরিধি উল্লেখ করেছি। তিনি আমাকে বলেছিলেন এভাবে না লিখলে সোনাগাজীর ভোটাররা কষ্ট পাবে।’

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১