হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া স্থলবন্দর থেকে প্রায় আড়াই হাজার টন ভারতীয় গম খালাস

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে ভারতীয় ২ হাজার ৪৯০ টন গম খালাস করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক।

আখাউড়া বন্দর সূত্রে জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় প্রতি টন গম ৩৭০ মার্কিন ডলার মূল্যে ভারত থেকে কিনেছে ঢাকার সাভারের ইসলাম অ্যাগ্রোভেট লিমিটেড নামে একটি গম আমদানিকারক প্রতিষ্ঠান। আমদানি করা গমের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে ছিলেন স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ।

মো. মোজাম্মেল হক বলেন, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ভারতীয় ১১৫টি ট্রাকে করে বন্দরে ২ হাজার ৪৯০ টন গম এসেছে। পরে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে গেছে। গম খালাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চালানের কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে। গমের প্রচুর চাহিদা থাকায় আমদানি করা হচ্ছে। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে ২ হাজার ৫০০ টন আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোবেট লিমিটেড।

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউস সুপারিনটেনডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, ভারতীয় ১১৫টি ট্রাকে করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চালানে মোট ২ হাজার ৪৯০ টন গম আখাউড়া বন্দরে খালাস হয়েছে। পরে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে গেছে। 

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২