হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কালভার্ট ধসে লক্ষ্মীপুর-সোনাপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

কালভার্ট ধসে পড়ে লক্ষ্মীপুর-সোনাপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তিন দিন আগে লক্ষ্মীপুরের আলেকজান্ডার-সোনাপুর সড়কের ওপর নবিয়ল মোড়ে নির্মিত কালভার্টটি ধসে পড়ে।

স্থানীয়রা জানায়, গত সোমবার বিকেলে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের তীব্র স্রোতে আলেকজান্ডার-সোনাপুর সড়কের নবিয়ল মোড়ের কালভার্টের একটি অংশ ধসে পড়ে। তাতে ওই সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন কয়েকজন শ্রমিক সংস্কার করে অটোরিকশা চলাচল স্বাভাবিক রাখেন। কিন্তু প্রতিদিন দুবারের অস্বাভাবিক জোয়ার ও পানির তীব্র স্রোতে সংস্কার কাজ করতে পারেনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ কারণে গত বুধবার আবার কালভার্টের বেশির ভাগ অংশ ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা জাফর আহমদ গনি বলেন, কালভার্ট ধসে পড়ায় স্থানীয়রা গাছ বা বাঁশ দিয়ে সড়কের দুপাশে ব্যারিকেড দিয়েছে। বিকল্প হিসেবে নুরিয়া হাজিরহাট থেকে ভাই ভাই তেমুহনী সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু সেই সড়কটি ব্যবহার করা যাচ্ছে না। ইতিমধ্যে কালভার্টের পাশ দিয়ে বাঁশ দিয়ে কিছু মানুষ অনেক ভয় নিয়ে যাতায়াত করছে। তবে কবে নাগাদ কালভার্টটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক না হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ছাড়া শিক্ষক নুরুল আলম ও জামাল উদ্দিনসহ কয়েকজন জানান, কালভার্টটি ধসে পড়ায় এখন চলাচল বন্ধ রয়েছে। এখন বাড়তি পাঁচ কিলোমিটার গ্রামীণ রাস্তা ঘুরে গন্তব্যে যেতে হয়েছে। দ্রুত কালভার্ট ও সড়কটি সংস্কার করা প্রয়োজন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, সড়ক ও জনপথ বিভাগ সড়ক ও কালভার্টটি সংস্কারে কাজ শুরু করবে বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে বিকল্প হিসেবে একটি বেইলি ব্রিজ স্থাপনের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে ক্ষতিগ্রস্ত কালভার্ট-সড়ক নিয়ে কাজ করা হচ্ছে। কালভার্ট ধসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মেরামতের কাজ চলছে। পাশাপাশি একটি বেইলি ব্রিজ দ্রুত সেখানে স্থাপন করে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট