হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওসমান উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালী গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।

নিহতের স্ত্রী অভিযোগ করে জানান, জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর ভাই ও ভাতিজাদের সঙ্গে অনেক আগে থেকেই বিরোধ চলছে। ইতিমধ্যে তাঁর ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেন। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এরই জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, গভীর রাতে তাঁর স্বামী প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। আসতে দেরি হলে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরিভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসক কর্মকর্তা শিফন চন্দ্র দাস বলেন, তাঁর পুরুষাঙ্গে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার এক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত