হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে ৭টি সোনার বারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছে ১ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আরমান উদ্দিন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত আরমান উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। সোমবার রাতে একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে আসেন। 

এ সম্পর্কে জানতে চাইলে এ কে এম সুলতান মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে আরমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাঁর ব্যাগ পরীক্ষার সময় তাতে পলিথিন ব্যাগে মোড়ানো সাতটি সোনার বার ও ১ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার মালামাল ডিএম মুলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা