হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে ৭টি সোনার বারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছে ১ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আরমান উদ্দিন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত আরমান উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। সোমবার রাতে একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে আসেন। 

এ সম্পর্কে জানতে চাইলে এ কে এম সুলতান মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে আরমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাঁর ব্যাগ পরীক্ষার সময় তাতে পলিথিন ব্যাগে মোড়ানো সাতটি সোনার বার ও ১ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার মালামাল ডিএম মুলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ