হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে ৭টি সোনার বারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সাতটি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাঁর কাছে ১ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আরমান উদ্দিন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহামুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত আরমান উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। সোমবার রাতে একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে আসেন। 

এ সম্পর্কে জানতে চাইলে এ কে এম সুলতান মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহ হলে আরমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাঁর ব্যাগ পরীক্ষার সময় তাতে পলিথিন ব্যাগে মোড়ানো সাতটি সোনার বার ও ১ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার মালামাল ডিএম মুলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা