হোম > সারা দেশ > নোয়াখালী

পূর্ণদিবস অবরোধ ডেকে দুপুরেই প্রত্যাহারের ঘোষণা কাদের মির্জার

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): পূর্বঘোষণা অনুযায়ী আজ বুধবার সকাল থেকে শুরু হয় নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা পূর্ণদিবস অবরোধ কর্মসূচি। দুপুর দেড়টায় কাদের মির্জা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের ৬০ ঘণ্টা হরতাল চলাকালে অবরোধের নামে বাস-সিএনজি ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পূর্ণদিবস অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে মেয়র কাদের মির্জার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বুধবার দুপুর ১টায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে নেতা কর্মীদের বসুরহাট পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ১শ সদস্য বিশিষ্ট 'সংগ্রাম কমিটি' গঠনের আহ্বান জানান।

মাহবুবুর রশিদ মঞ্জু গণমাধ্যমকে জানান, শনিবারের মধ্যে কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তার করা না হলে আগামী রোববার থেকে পূর্ব ঘোষিত লাগাতার অবরোধ কর্মসূচি চলতে থাকবে। দলীয় এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এরইমধ্যে পৌরসভাসহ সকল ইউনিয়নে সর্বনিম্ন ১শ সদস্য বিশিষ্ট 'সংগ্রাম কমিটি' গঠন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের কাছে বৃহস্পতিবারের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত; দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিরোধ চলে আসছে। এতে দফায় দফায় সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। অর্ধশতাধিক মামলায় শতাধিক নেতা কর্মী কারাগারেও গেছেন। এ সকল নেতা কর্মীদের মধ্যে বেশ কয়েকজন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার