হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

‘আখাউড়া স্থলবন্দরের উন্নয়নে ১০৫ কোটি ব্যয় করা হবে’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে যাত্রী সুবিধা বৃদ্ধি, টার্মিনাল নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে যান তিনি।

বৈঠকের আগে বন্দর এলাকা পরিদর্শন করে মো. আলমগীর সাংবাদিকদের বলেন, বন্দরের সার্বিক উন্নয়নের জন্য ১০৫ কোটি ব্যয় করা হবে। বেনাপোলের পরে এ বন্দর দিয়ে সবচেয়ে বেশি যাত্রী পারাপার করেন। তাই আমরা চেষ্টা করছি তাঁদের কীভাবে কম সময়ে ঝামেলামুক্তভাবে সর্বোত্তম সেবা দেওয়া যায়। সে জন্য বন্দর এলাকায় কিছু জায়গা অধিগ্রহণ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

চেয়ারম্যান আরও বলেন, আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোর লেন সড়ক হচ্ছে। ফোর লেন সড়ক এবং বন্দরের টার্মিনাল নির্মাণ হয়ে গেলে আগামী ২ বছরের ভেতরে আর কোনো সমস্যা থাকবে না। এ বন্দর দিয়ে প্রতিদিন বহু যাত্রী, সরকারি বিভিন্ন সংস্থার ও ভারতীয় হাইকমিশনের লোকজন যাতায়াত করেন। সে জন্য এ বন্দরের গুরুত্ব বেড়ে গেছে। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান, স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিঅ্যান্ডএফ সাধারণ সম্পাদক ফোরকান খলিফাসহ অন্যান্য ব্যবসায়ীরা।

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে