হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিইউজেএনের সভাপতি হামিদ, সম্পাদক সবুর শুভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আমাদের সময়ের চট্টগ্রাম ব্যুরোপ্রধান হামিদ উল্লাহকে সভাপতি ও আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরোপ্রধান সবুর শুভকে সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির সাবেক সদস্যদের সংগঠন চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজেএন) কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহসভাপতি হয়েছেন সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমন। 

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর অগে শনিবার রাতে এক সভায় ১৫ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হানকে সহসভাপতি, দা বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক ও মেঘনা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) মাহবুব মিলনকে যুগ্ম সম্পাদক, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুনকে অর্থ সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশের স্টাফ রিপোর্টার হুমায়ুন মাসুদকে দপ্তর সম্পাদক, দৈনিক বাংলার স্টাফ রিপোর্টার তাসনীম হাসানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া মোহাম্মদ আরিফ, প্রথম আলোর সহসম্পাদক ইফতেখার ফয়সাল, আইওএমের ন্যাশনাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ ও দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আব্দুল্লাহকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন ও জ্যেষ্ঠ সদস্যদের সংগঠনের উপদেষ্টা হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিইউজেএনের সভাপতি হামিদ উল্লাহ ও সম্পাদক সবুর শুভ বলেন, ‘সিইউজেএন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সদস্যদের একটি প্ল্যাটফর্মে এনে তাদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি, সদস্যদের পেশাগত সুরক্ষা, কল্যাণ এবং সাংবাদিকতা ও জনসংযোগ পেশার উৎকর্ষ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাবে।’

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা