হোম > সারা দেশ > বান্দরবান

আলীকদমে নদীতে থাকা সাব–মার্সিবল পাম্পে বিদ্যুতায়িত হয়ে ২ শিশুর মৃত্যু

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরি নদীতে গোসল নেমে পানিতে থাকা সাব–মার্সিবল পাম্পে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের  পূর্ব বাজার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো, উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মনজুর আলমের ছেলে রিসাতুল ইসলাম (৭) ও একই এলাকার মনিরুল ইসলামের ছেলে ফাইজান (২ বছর ৬ মাস)। 

শিশুদের প্রতিবেশী রুবেল মিয়া জানান, বুধবার বিকেল ৫টায় শিশু দুইটি তাদের বাড়ির পাশে মাতামুহুরি নদীতে গোসল করতে যায়। নদীঘাটের পাশে বৈদ্যুতিক পানির সাব–মার্সিবল পাম্প স্থাপন করে একই পাড়ার রহিম সর্দারের বাসা বাড়িতে পানি সরবরাহ করতেন। ওই পানি সরবরাহের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক পানির সাব–মার্সিবল পাম্প স্পর্শ করলে শিশুরা বিদ্যুতায়িত হয়। পরে তাদের উদ্ধার করে লামা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টায় তাদের মৃত ঘোষণা করেন। 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার জানান, শিশু দুইটির লাশ থানায় হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের তদন্ত টিম পাঠানো হয়েছে। লাশ দুইটিকে তাদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল