হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যানার টানানো নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সংঘর্ষে আহতদের মধ্যে একজন। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম নগরে ব্যানার টানানো নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুজন গুলিবিদ্ধ ও দুজন ছুরিকাহত হন।

নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন। ছুরিকাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষটি ঘটে। তাঁদের মধ্যে আগে থেকেই কোন্দল রয়েছে। শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের এবং তুহিন দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনের অনুসারী।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জিইসি মোড়ে ঈদের শুভেচ্ছা ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে তারা কুসুমবাগ এলাকায় মুখোমুখি হয়। সেখানে উভয় পক্ষের গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন। অন্য দুজনকে ছুরিকাঘাত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি-উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অতিরিক্ত উপকমিশনার জানান, ঘটনার পর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। একই সঙ্গে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে পদায়ন করে যোগদানের নির্দেশ দিয়েছেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ