হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের ২০ ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

নিখোঁজের ২০ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আকিব। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিল, সেখানেই তাঁর লাশটি পাওয়া যায়।’

সিরাজুল আরেফিন আকিব কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে (পিডিবি) কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, নৌবাহিনীর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলাসংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে।

শাহীনুর রহমান আরও জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল