হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের ২০ ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

নিখোঁজের ২০ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে সিরাজুল আরেফিন আকিব (২২) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আকিব। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সন্ধ্যা পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিল, সেখানেই তাঁর লাশটি পাওয়া যায়।’

সিরাজুল আরেফিন আকিব কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে (পিডিবি) কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। তিনি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, নৌবাহিনীর ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলাসংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে।

শাহীনুর রহমান আরও জানান, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ