হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে স্কুলছাত্রীকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিনিধি

গ্রেপ্তার সাফায়েত, লামিম ও রাব্বি। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে সোমবার (৫ মে) দিবাগত রাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রোববার (৪ মে) দিবাগত রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় আশপাশে থাকা সাফায়েত (১৮), লামিম (১৮) ও রাব্বি (১৯) নামের তিন যুবক তাকে জোরপূর্বক ধরে কাছাকাছি এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরে নিয়ে যায়। সেখানে সারা রাত তিনজন মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।

পরদিন সোমবার ফজরের নামাজের পরে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যান অভিযুক্তরা। পরে মোবাইল ফোনে খবর পেয়ে ভিকটিমের চাচা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনা জানাজানি হলে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীকে থানায় নিয়ে আসে এবং তার মৌখিক জবানবন্দির ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘স্কুলছাত্রীর পরিবার থেকে মৌখিকভাবে বিষয়টি জানানোর পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে থানায় নিয়ে আসি। তার জবানবন্দি অনুযায়ী রাতেই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।’

রবিউল হক বলেন, গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার (৬ মে) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২