হোম > সারা দেশ > চট্টগ্রাম

রক্তেই কুস্তি ছিল শাহজালাল বলীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবারের জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা থানার শাহজালাল বলী। যাঁর রক্তেই কুস্তি ছিল। দাদা বলেন, বাবা বলেন—দুই প্রজন্মেরই বলীখেলার অভিজ্ঞতা আছে। শুধু তা-ই নয়, দাদা সফর আলী ও বাবা শহীদ মিয়া কুমিল্লার বিভিন্ন বলীখেলায় কয়েকবার চ্যাম্পিয়নও হয়েছেন। দাদার হাত ধরে বাবা আর বাবার হাত ধরে ছেলে শাহজালাল ১৫ বছর ধরে বলী খেলছেন। রক্তেই যাঁর কুস্তি, তিনিই তো হবেন চ্যাম্পিয়ন।

২০০৮ থেকে ২০২৩—দীর্ঘ ১৫ বছর ধরে বলী খেলছেন শাহজালাল বলী। কখনো কুমিল্লায় আবার কখনো চট্টগ্রামে। অবশেষে চট্টগ্রাম বিভাগের ঐতিহ্যবাহী এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। নিজেকে চ্যাম্পিয়ন করতে তিন মাস ধরে প্রস্তুতিও নিয়েছেন। নিজেকে সময় দিয়েছেন। প্রতিদিন দুধ, ডিম, কলা আর রুটি খেয়ে শরীর গঠন করেছেন। গত একটি বছর প্রতি মাসে শুধু খাবারের পেছনে ব্যয় করেছেন ৭২ হাজার টাকা।

হোমনা থানা এলাকায় নিজের একটি ফলের দোকান আছে বলে জানান শাহজালাল বলী। সেটি দিয়ে সংসার চালান তিনি। আছে তিন ছেলে। বড় ছেলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে। মেজ ছেলে পড়ালেখা করে না। ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। বলীখেলার পেছনে অনেক টাকা খরচ। তাই এই খেলা চালিয়ে যেতে সাহায্যের প্রয়োজন বলে জানান শাহজালাল।

নিজের প্রতি বিশ্বাস আছে জানিয়ে শাহজালাল বলী আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয়ভাবেও খেলার আশা আছে। তবে সে জন্য অনেক টাকার প্রয়োজন। ফল বিক্রি করে কয় টাকা পাই। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে প্রস্তুতি নিয়ে অনেক দূর যেতে চাই।’

ছোটবেলার কথা স্মরণ করে শাহজালাল বলী বলেন, ‘দাদা বলী খেলতেন। বিভিন্ন সময় চ্যাম্পিয়নও হয়েছেন। তাঁর হাত ধরে বাবাও বলী খেলায় অংশ নিতেন। তিনিও কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন। তাঁর হাত ধরে আমার এই খেলায় আসা। বিভিন্ন সময় বাবা এদিক-সেদিক নিয়ে যেতেন। কলাকৌশল শেখাতেন। সেই ছোটবেলা থেকেই প্রস্তুতি। গত ১৫ বছর প্রতিটি আসরে অংশ নিয়েছি।’

শাহজালাল আরও বলেন, ‘বাবা খুবই ভালো প্রশিক্ষণ দিতেন। কিন্তু আরও ভালো কোচিং দরকার। কিন্তু সেই সুযোগ নেই এখানে। অর্থাভাবেই আমার মতো অনেকে কুস্তিকে ভালোবাসলেও এগোতে পারেন না। সে জন্য সাহায্য দরকার। কারণ, ভালো বলবর্ধক খাবার খুব জরুরি। কুস্তি লড়তে গেলে দুধ, ঘি, মাখন খেতে হয়। দিনে কমপক্ষে হাফ ডজন ডিম খাওয়া দরকার। আরও অনেক কিছুই খেতে হয়।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত