হোম > সারা দেশ > চট্টগ্রাম

সামনে অনুমতি নিয়ে নামাজ পড়তে হবে: বিএনপি নেতা বুলু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মানুষ এখন জানাজাও পড়তে পারে না দাবি করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘সামনে এমন দিন আসবে, আমার মনে হয় শেখ হাসিনা থেকে অনুমতি নিয়ে নামাজ পড়তে হবে।’ 

আজ শুক্রবার বেলা ৩টায় নগরীর নাসিমন ভবনে বিএনপির গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বরকত উল্লাহ বুলু বলেন, ‘এক দিনের ঘোষণায় লাখ লাখ মানুষ গণমিছিলে যোগ দিয়েছে। এতে প্রমাণ হয় বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ। এই সরকার হিংসার কারণে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে। তারেক রহমানের স্ত্রী উচ্চতর ডিগ্রি নিয়ে ইউরোপে স্যাটেল হয়েছেন। তাঁদের পরিবার বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে অবদান রেখেছে। তাঁকেও মামলার আসামি করা হয়েছে।’ 

বুলু বলেন, ‘তারেক রহমানকে ৫০ লাখ মানুষ স্বাগত জানাতে যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন তাঁকে মামলার সাজা দেওয়া হয়েছে। এই থেকে বোঝা যায়, এটি হিংসার প্রতিফলন। এই বাংলাদেশে শেখ হাসিনার রক্ষা হবে না। আপনি খালেদা জিয়াকেও মামলা দিয়ে সাজা দিয়েছেন। খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে। এ ছাড়া আপনার কোনো গতি নেই।’

বিএনপির এ নেতা বলেন, ‘মানুষ জানাজা পড়তে পারে না, তাদের সরকার জিম্মি করে রেখেছে। আমার মনে হয়, শেখ হাসিনার অনুমতি নিয়ে সামনে নামাজ পড়তে হবে। আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে চাই।’ 

বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন। অন্যথায় পালানোর পথ পাবেন না। আজকের আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। আজকের আওয়ামী লীগ জিয়াউর রহমানের আওয়ামী লীগ।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ